প্রেমিককে ভিডিওকলে রেখে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৫:৩৬ PM
রাজধানীর জগন্নাথ বিশ্ববিদালয়ের (জবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২৬ জানুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেসে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সাবরিনা রহমান শাম্মী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, প্রেমিককে কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই শিক্ষার্থী। সাবরিনা জবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছার নারায়নপুরে। সাবরিনা যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।
সাবরিনা রহমান শাম্মী
প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, মৃত্যুর খবর পেয়ে আমরা মিডফোর্ড হাসপাতালে যাই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি প্রেমঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। কারণ পুলিশ জানিয়েছে, ফাঁস দেয়ার সময় প্রেমিককে কলে রেখে আত্মহত্যা করেছে এই শিক্ষার্থী। পুলিশ ইতোমধ্যে মোবাইল ফোন জব্দ করেছে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, নিহত শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে একটি রুমে একাই থাকতেন। তার পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। আজ ভোর সাড়ে ৪টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি।