মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫ ১১ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫
মাজারে যাওয়ার পথে সাতজন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৮:০৩ PM আপডেট: ৩১.০১.২০২৫ ৯:৪০ PM

ইরাকে ইমাম আলীর মাজারে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। পুরো বছর জুড়েই শিয়া মুসলিমরা নাজাফ এবং এটির পার্শ্ববর্তী কারবালা শহরে যান।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) ভোর ৩টা ৩০ মিনিটে দিওয়ানিয়াহ প্রদেশ থেকে নাজাফে যাওয়ার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে। সেখানে একটি বাস ও গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।

ইরাকের নাজাফেই অবস্থিত ইমাম আলীর মাজার। তিনি হযরত মোহাম্মদ (সাঃ) এর কন্যা হযরত ফাতিমা (রাঃ)-কে বিয়ে করেছিলেন। এছাড়া তিনি ইসলামের চার খলিফার একজন ছিলেন।

সড়ক দুর্ঘটনার ব্যাপারে দিওয়ানিয়াহ প্রদেশের কর্মকর্তা আমের আল-কিনানি বলেছেন, “সাতজন মানুষ— চারজন পুরুষ, দুইজন নারী এবং এক মেয়ে শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ৪২ জন।” বাস এবং গাড়ির উভয় বাহনের যাত্রীই নিহত হয়েছেন বলে জানান তিনি।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, যারা নিহত হয়েছেন তারা বাসের যাত্রী ছিলেন।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত