শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ২২ নভেম্বর ২০২৫
৬৫০ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:৪৯ PM

যুক্তরাজ্যের প্রভাবশালী ডানপন্থী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে কিনে নিচ্ছে দেশটির আরেক প্রভাবশালী দৈনিক ডেইলি মেইলের মালিক প্রতিষ্ঠান জেনারেল ট্রাস্ট পিএলসি (ডিজিএমটি)। ব্রিটেনে ডেইলি মেইলের প্রতিদ্বন্দ্বী পত্রিকা দ্য টেলিগ্রাফ অধিগ্রহণে ৫০ কোটি পাউন্ড (৬৫০ মিলিয়ন ডলার) মূল্যের চুক্তি হয়েছে হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স ব্রিটেনের অন্যতম বৃহৎ পত্রিকা টেলিগ্রাফ কেনার চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার এক সপ্তাহ পর এই চুক্তি হয়েছে।

রেডবার্ডের ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে বলেছে, টেলিগ্রাফের নিউজরুমের জ্যেষ্ঠ পদে থাকা ব্যক্তিদের অভ্যন্তরীণ বিরোধের কারণেই তারা নিলাম থেকে সরে এসেছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এই পত্রিকার মালিকানা বিক্রির মূল্য প্রায় ৫০ কোটি পাউন্ড।

দেশটির সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস বলেছে, রেডবার্ড নেতৃত্বাধীন কনসোর্টিয়াম যে অর্থ ব্যয় করেছে, তা পরিশোধের জন্যই এই মূল্য নির্ধারণ করা হয়েছে। চুক্তির অন্তর্ভুক্ত বিভিন্ন পক্ষ লেনদেনের শর্ত চূড়ান্ত ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের জন্য একক আলোচনার পর্যায়ে প্রবেশ করেছে। এই আলোচনা শিগগিরই সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছে তারা। 

তবে টেলিগ্রাফ বিক্রির বিষয়ে মন্তব্যের অনুরোধে পত্রিকাটি কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স। রেডবার্ড আইএমআইয়ের এক মুখপাত্র বলেছেন, ডিএমজিটি ও রেডবার্ড আইএমআই ঘোষিত চুক্তিতে পৌঁছেছে; যা শিগগিরই পররাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।

সূত্র: রয়টার্স।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত