সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
সোমবার ১৭ মার্চ ২০২৫
মালিতে অস্ত্রধারীদের অতর্কিত হামলায় নিহত কমপক্ষে ৫০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৫ PM আপডেট: ০৯.০২.২০২৫ ১২:১৭ AM
মালিতে অস্ত্রধারীদের অতর্কিত হামলায় ৫০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তর পূর্বাঞ্চলীয় গাও শহরে সরকারি বহর ও সামরিক নিরাপত্তা দলের ওপর এই হামলা হয়। 

হামলাকারীরা গাও থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কোবে গ্রামে হামলা চালায়। গত এক দশক ধরে ইসলামিক স্টেট এবং আল-কায়েদার সহযোগীরা এই অঞ্চলে সক্রিয়। তাদের প্রভাবে মালি এবং তার প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো ও নাইজারের নিরাপত্তা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় কর্মকর্তা শনিবার জানিয়েছেন, হামলা শুরুর পর যে যেভাবে পারে পালাতে থাকে। অতর্কিত হামলায় অনেক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, গাও শহরের হাসপাতালে ৫৬ জনের বেশি মানুষের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। এছাড়া, সেনাসদস্যদের হতাহতের তথ্য এখনও সম্পূর্ণ জানা যায়নি।

শহরের এক স্থানীয় বাসিন্দা প্রায় অর্ধশত মানুষ নিহত ও যানবাহনে আগুন দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানতে রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি দেশটির সেনাবাহিনী।

প্রসঙ্গত, ২০১২ সালে তুয়ারেগ বিদ্রোহের পর মালি এবং এর আশেপাশের দেশগুলোতে সশস্ত্র বিদ্রোহের সূত্রপাত হয়। এই ইসলামপন্থি গোষ্ঠীগুলি পরে সাহারা মরুভূমির দক্ষিণে সাহেল অঞ্চলের দরিদ্র দেশগুলোর দিকে ছড়িয়ে পড়ে। এসব হামলায় এখন পর্যন্ত হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত