সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
সোমবার ১৭ মার্চ ২০২৫
কারখানার ভেতর পোশাক শ্রমিককে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৮ PM
আশুলিয়ায় একটি পোশাক কারখানার ভেতর থেকে মোস্তফা নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আশুলিয়ার খেজুরবাগান এলাকার রেডিয়ান্স জিনস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। ওই শ্রমিক রেডিয়ান্স জিনস লিমিটেডের অষ্টম তলায় ফিনিশিং বিভাগে কাজ করতেন।

এ ঘটনার পর থেকেই শ্রমিকরা কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে ভেতরে বিক্ষোভ করতে থাকেন। কারখানা কর্তৃপক্ষ আত্মহত্যা বললেও শ্রমিকদের দাবি তাকে (মোস্তফা) হত্যা করা হয়েছে।

শ্রমিকরা বলেন, সকালে কারখানার ভেতরে মোস্তফার ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্রমিকরা। এ খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। শ্রমিকরা হত্যাকাণ্ড সন্দেহে কারখানার কাজ বন্ধ করে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে শিল্পপুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, কারখানার ভেতরে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। এরপর থেকেই শ্রমিকরা মূল ফটক বন্ধ করে ভেতরে বিক্ষোভ শুরু করেছেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত