নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণত শিক্ষার্থীরা।
সোমবার দুপুর ১২টায় শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়।
এর আগে, বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা শহরের শহীদ মিনারে জড় হতে থাকেন, পরে ১২টায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় ধর্ষকদের প্রতি ঘৃণা প্রদর্শন করে শিক্ষার্থীরা প্রতীকী ফাঁসির আয়োজন করেন।
এ সময় তারা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে শিক্ষার্থীরা প্রতিবাদ করা না পর্যন্ত ধর্ষকদের কেন বিচার শুরু হয় না, তা জানতে চান। এ ছাড়া অন্তর্বর্তী সরকার দলীয় সরকার না হওয়া সত্ত্বেও ধর্ষকদের কেন দ্রুত বিচার করতে পারছে না, তা জানতে চান।