মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৮:৪৭ PM
নেছারাবাদে বুদ্ধিপ্রতিবন্ধী চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. অহিদুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

গতকাল শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে এ বিষয়ে নেছারাবাদ থানায় ভুক্তভোগী প্রতিবন্ধী শিক্ষার্থীর মা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ষণচেষ্টায় অভিযুক্ত মো. অহিদুল ইসলাম পেশায় একজন জেলে। তিনি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভরতকাঠী গ্রামের মো. আজিজ তালুকদারের ছেলে।

প্রতিবন্ধী স্কুলছাত্রীর মা অভিযোগ করে বলেন, আমার মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী। বাড়ির পাশে একটি প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করে। বুদ্ধি কম থাকায় বাড়ির আশপাশে ঘুরে বেড়ায়। গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাস্তা দিয়ে পার্শ্ববর্তী নানা বাড়ি যাওয়ার সময় মো. অহিদুল ইসলাম জোরপূর্বক ধরে তার ঘরে নিয়ে যায়। এ সময় তার পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা চালায়। পরে সে ভয়ে চিৎকার দিলে আশপাশের লোক গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। এই অন্যায়ের বিচার চাই।

তিনি আরও বলেন, এ বিষয়ে নিয়ে আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইতে গেলে তারা আমাদের ঘুরাচ্ছে। আমরা গরিব মানুষ, নদীর পাড়ে সরকারি জায়গায় একটু ঘর বানিয়ে থাকি। আমাদের ঘরবাড়ি নেই। তাই কেউ সহযোগিতা করে না। গতকাল শুক্রবার বিচার পাওয়ার আশায় থানায় অভিযোগ দিয়ে এসেছি।

গ্রাম চৌকিদার সত্য রঞ্জন ব্যাপারী বলেন, বিষয়টি শুনে আমি ওই বাড়িতে গিয়েছিলাম। প্রতিবন্ধী মেয়েটির মুখ থেকে সব শুনেছি। তাকে থানায় অভিযোগ দেওয়ার কথা বলেছি। মেয়েটির পরিবার গরিব ও সহজ সরল বলে থানায় যেতে সাহস পাচ্ছে না।

অভিযুক্ত অহিদুল ইসলামের সঙ্গে কথা বলার জন্য তার বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক অমল কৃষ্ণ দে এর মাধ্যমে বিষয়টির তদন্ত চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত