মেহেরপুরের গাংনীতে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়কে বসে বিক্ষোভ করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। আজ সোমবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ড মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলে। এতে কয়েক শ স্থানীয় নেতা–কর্মী অংশ নেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, মেহেরপুর–২ (গাংনী) আসনে ‘জনগণের গ্রহণযোগ্যতা নেই’—এমন একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের দাবি, এলাকায় দীর্ঘদিন দলের জন্য কাজ করা পরীক্ষিত ও পরিচিত একজন নেতাকে মনোনয়ন না দিয়ে “হঠাৎ করে চাপিয়ে দেওয়া প্রার্থী” গ্রহণযোগ্য নয়।
বিক্ষোভে অংশ নেওয়া জাব্বারুল ইসলাম বলেন, ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে জাভেদ মাসুদের কোনো বিকল্প নেই। দলীয় মনোনয়ন তাঁকেই দিতে হবে। তা না হলে তৃণমূল বিএনপি কাউকে মেনে নেবে না। দলীয় মনোনীত প্রার্থী আমজাদ হোসেন আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছেন। উপজেলার ৮ জন আওয়ামী লীগ–সমর্থিত ইউপি চেয়ারম্যানের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলেও অভিযোগ আছে।
বিক্ষোভ চলাকালে সড়কে বসে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। এতে মেহেরপুর–কুষ্টিয়া মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন অভিযোগ করেন, “কেন্দ্রীয় সিদ্ধান্তে গোপন লবিং ও অযৌক্তিক বিবেচনা কাজ করেছে। দ্রুত মনোনয়ন পরিবর্তন করে যোগ্য একজন নেতার হাতে দায়িত্ব দেওয়ার দাবি জানাই।”
এ বিষয়ে মেহেরপুর জেলা বিএনপির দায়িত্বশীল এক নেতা বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত। স্থানীয় কোনো দাবিদাওয়া বা অসন্তোষ দলীয়ভাবে বিবেচনা করা হতে পারে, তবে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা কম।