রবিবার ১৭ আগস্ট ২০২৫ ২ ভাদ্র ১৪৩২
রবিবার ১৭ আগস্ট ২০২৫
বন্ধ হলো আলোচিত সেই ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৩:৪৮ PM
ঝালকাঠি পৌরশহরের বাসিন্দা ইমন চৌধুরী একসময় হার্ডওয়্যারের দোকানের পাশাপাশি ঠিকাদারি করতেন। গত ৫ আগস্ট সরকার পতনের পরে তার ঠিকাদারি ও ব্যবসায়ের অবস্থা তেমন একটা ভালো যাচ্ছিল না। পরে তিনি বিভিন্ন মানুষের পরামর্শ নিয়ে ঝালকাঠি পৌর শহরের ব্র্যাক মোড়ে ভাতের হোটেল করেন।

আর সেই ভাতের হোটেলের নাম দেন ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসত হোটেলটিতে। অবশেষে বন্ধ হয়ে গেল আলোচিত এ হোটেলটি।
হোটেল মালিক ইমন চৌধুরী বলেন, হোটেলটির নাম হাউন আঙ্কেল দেওয়ার কারণে ভাইরাল হয়ে যায়। হোটেলটি খুব ভালো চলছিল। কিন্তু আমি পুনরায় ঠিকাদারি কাজ শুরু করার কারণে হোটেলটি চালাতে পারছি না। এ ছাড়া অনেক পরিশ্রম করতে হয়। সকালে খুব তাড়াতাড়ি উঠতে হয়। সব মিলিয়ে আমি হোটেলটি চালু রাখতে পারিনি।

ব্র্যাকমোড় এলাকার বাসিন্দা জাকির সরদার বলেন, হাউন আঙ্কেল নামে ভাতের হোটেলটি চালু হওয়ার পর ভাইরাল হয়ে যায়। অনেক দূরদূরান্ত থেকে লোকজন এখানে ছুটে আসতেন। কিন্তু হঠাৎ করে এক মাস ধরে হোটেলটি বন্ধ দেখা যায়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত