চট্টগ্রামের চন্দনাইশে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাদের এগার মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ নভেম্বর) চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন দোহাজারী পৌরসভার বশির খানের ছেলে শাকিল খান, চন্দনাইশ পৌরসভার বড়পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোঃ রুবেল ও সিরাজ মিয়ার ছেলে মোঃ শাকিল।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান চালিয়ে মাদক গ্রহণ অবস্থায় তিন জনকে এগার মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের খ সার্কেলের উপপরিদর্শক এ কে আজাদ ও চন্দনাইশ থানা পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম।