নড়াইলের কালিয়া উপজেলায় কাঞ্চনপুর গ্রামে প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে পা বাঁধা অবস্থায় রফিকুল মোল্যা (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখের বাড়ির পেছন থেকে রফিকুলের মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রফিকুল মোল্যা কাঞ্চনপুর গ্রামের আজিজুল মোল্যার ছেলে। তিনি ফরিদ মোল্যা হত্যা মামলার আসামি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইতিপূর্বে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘঠেছে। থানায় উভয় পক্ষের একাধিক মামলাও রয়েছে। গত শুক্রবার (১১ এপ্রিল) দু’পক্ষের সংঘর্ষে আফতাব মোল্যা গ্রæপের ফরিদ মোল্যা (৫৭) নিহত হন। এঘটনায় কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এ হত্যা মামলায় মিলন মোল্যা গ্রæপের রফিকুল ইসলাম আসামি হন। এরপর থেকে তিনি পলতাক ছিলেন।
আজ মঙ্গলবার সকালে প্রতিপক্ষ আফতাব মোল্যা পক্ষের রিকাইল শেখের বাড়ির পেছনে রফিকুলের পা বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশের খবর দেয়। খবর পেয়ে কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কালিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,‘মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তার তদন্ত চলছে।