তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির তারুণ্যের মহাসমাবেশে অংশ নিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল।
সমাবেশে তিনি বলেন, জাতীয় দলে অমুকের কারণে খেলতে পারিনি, তমুকের কারণে খেলতে পারিনি, এটা স্পোর্টসম্যানের কথা হতে পারে না। স্পোর্টসম্যানের কথা হবে, হয়ত আমার ভুল ছিল, এই কারণে জাতীয় দলে যেতে পারিনি।
শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামের খেলাধুলা নিয়ে তামিম ইকবাল বলেন, ১৫-২০ বছর আগে চিটাগাং থেকে অনেকেই বাংলাদেশের স্পোর্টসকে রিপ্রেজেন্ট করত, আমরা আবারও ওই জায়গাটা ফিরে পাব। হেলাল ভাই, ইসরাফিল ভাই ও হুম্মাম ভাইয়ের সাথে চিটাগংয়ের স্পোর্টস নিয়ে কথা হয়, কীভাবে স্পোর্টসকে আগের জায়গায় নিয়ে আসতে পারি। আই এম শিউর, ওনারা যখন সুযোগ পাবেন তখন বেস্ট ট্রাই করবেন।
তিনি বলেন, আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম, একটা অঘটন হয়েছিল, মাত্র রিকভার করছি। আপনাদের এত ভালোবাসা দেখে আই এম ভেরি ভেরি হ্যাপি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন।
এর আগে বিকেল ৩টায় থেকে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শীর্ষক এ আয়োজন শুরু হয়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বিএনপির তিন অঙ্গ সংগঠন– যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।