রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৪:৫০ PM
বাড়ি থেকে ডেকে নিয়ে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জয়পুরহাট শহরের ইসলাম নগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি নূর আলম সিদ্দিক।

নিহত বিপ্লব আহম্মেদ পিয়াল (৩০) ইসলাম নগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি ছাত্রদলের জয়পুরহাট শহর শাখা কমিটির জেষ্ঠ্য যুগ্ম আহবায়ক ছিলেন।

এ বছরের মার্চেও পিয়ালের ওপর হামলা হয়েছিল। তখন তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছিল। তারপর দীর্ঘদিন চিকিৎসা শেষে সম্প্রতি তিনি বাড়ি ফিরেছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি নূর আলম সিদ্দিক বলেন, পিয়ালকে শহরের ইসলামনগরের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল কয়েকজন। পরে বাড়ির সামনে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, “পরিবারের সদস্যদের দাবি, মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু কারা পিয়ালকে ডেকে নিয়েছিল তা বলতে পারেননি পরিবারের লোকজন।”

বিএনপির আহবায়ক গুলজার হোসেন বলেন, “আমরা এখনও সন্ত্রাসীদের শনাক্ত করতে পারেনি। তবে পুলিশ ও প্রশাসনের কাছে অবিলম্বে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।”
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত