বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
কেসিসির অভিযানে সড়কে অবৈধ দখল অপসারণ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৭:১০ PM

খুলনা মহানগরীতে সড়কে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অপসারণ কর্যক্রম চালিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। 

বৃহস্পতিবার (২৯ মে) সকালে নগরীর বয়রা বাজার মোড় ও সোনাডাঙ্গা বাইপাস সড়ক পর্যন্ত এ অপসারণ চালানো হয়।

সুষ্ঠু ও সুন্দরভাবে কোরবানির পশুর হাট পরিচালনার লক্ষ্যে অপসারণ কার্যক্রমের নেতৃত্ব দেন কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান।

অভিযানে ফুটপথের ওপর চুলা রেখে হোটেল ব্যবসা পরিচালনার অপরাধে বয়রা বাজার মোড়স্থ হোটেল ব্যবসায়ী আব্দুর রহমানকে ২ হাজার টাকা এবং ফুটপথের ওপর গ্রিল রাখা ও নির্মাণের অপরাধে সোনাডাঙ্গা বাইপাস রোডস্থ এসএস পয়েন্টের স্বত্ত্বাধিকারী মো. হেলাল হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া অভিযানকালে সড়ক ও সড়কের ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত