দল থেকে বহিষ্কারের পরই গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীকে গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ান (র্যাব-১)।
মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে গাজীপুরের পূবাইল পদ-হারবাইদ এলাকা থেকে র্যাব পূর্বাচল ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। পরে র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে টঙ্গীর পশ্চিম থানায় তাকে হস্তান্তর করে র্যাব।
অভিযুক্ত সিরাজুল ইসলাম সাথীকে টঙ্গী পশ্চিম থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মঙ্গলবার বিকেলে টঙ্গীর টঙ্গীর পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসকান্দার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত শনিবার (২৮ জুন) টঙ্গীর গাজীপুরা এলাকার স্যাটার্ণ টেক্সটাইল লিমিটেড নামক কারখানায় বর্জিত মালামাল কেনাকে কেন্দ্র করে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী আল মামুন গ্রুপ ও গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৫০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কাজীর লোকজনের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় অন্তত দশটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
পরদিন বিএনপি নেতা হুমায়ন কাজী বাদি হয়ে টঙ্গী পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলায় দায়ের করেন। ওই মামলায় সন্দেহ ভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত রোববার(৬ জুলাই) রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক আদেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকায় গাজীপুর মহানগরীর চারজন নেতাকে বহিষ্কার করা হয়।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, র্যাব স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল ইসলাম সাথিকে হস্তান্তর করেছে। তাকে বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।