বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আপনারা যারা আজকের এই অভিভাবক সমাবেশে এসেছেন আপনারা অবশ্যই ছেলে-মেয়েদের যত্ন নিবেন এবং পড়ালেখার প্রতি উৎসাহিত করবেন। তাদেরকে সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবেন। আমাদের দেশে কোনো সুচিকিৎসা নেই। এখন চিকিৎসা হয়ে গেছে একটা ব্যবসা। শিক্ষাও হয়ে গেছে একটা ব্যবসা। আমি যদি দেশ ও জাতির স্বার্থে কাজ করার সুযোগ পায় তাহলে প্রথমত আঘাত করবো যারা শিক্ষাকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে দ্বিতীয়ত আঘাত করবো যারা চিকিৎসাকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে।
তিনি মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বিগত সালের এসএসসি পরিক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি আরও বলেন, প্রতিটা ছেলে-মেয়েকে সুন্দর ভাষা শিখতে হবে। বেশি করে শিখতে হবে ইংরেজি। বিশেষ করে অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একটি ইংরেজি পত্রিকা কিনবে এবং এটাকে ভালো করে পড়বে আর বাংলা পত্রিকার সাথে মিশাবে। যাতে করে ইংরেজি ভাষা ভালো করে বলতে পারো। আমি বিশেষ করে অভিভাবকদের অনুরোধ করবো ছেলে-মেয়েদেরকে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে অবদান রাখবেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইংরেজিতে পারদর্শী করে তুলবেন।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাইয়েদ মুহাম্মদ কামরুজ্জামান বলেন, প্রতিটি শিক্ষার্থী যেন সুশিক্ষায় গড়ে ওঠে, নৈতিকতা ও মানবিক গুণে পরিপূর্ণ হয় এটাই আমাদের অভিন্ন লক্ষ্য। বিদ্যালয়ের শিক্ষকরা প্রতিনিয়ত চেষ্টা করছেন শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু বিদ্যালয়ের একার পক্ষে এই দায়িত্ব পূর্ণভাবে পালন করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন অভিভাবকদের সক্রিয় সহযোগিতা। আপনার সন্তান কখন বিদ্যালয়ে আসে, পাঠে মনোযোগ দেয় কিনা, বাড়ির কাজ সম্পন্ন করে কিনা এসব বিষয়ে নিয়মিত খোঁজ রাখলে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে। এ ছাড়াও বিদ্যালয়ের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। আমরা চাই আমাদের বিদ্যালয় হোক একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে প্রতিটি শিক্ষার্থী আনন্দের সঙ্গে শিখে, বেড়ে ওঠে এবং ভবিষ্যতে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলে।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এস.এম সাইফুল্লাহ'র সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী প্রধান শিক্ষক অর্পণ চক্রবর্তীর সঞ্চালনায় মুখ্য আলোচক ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ছদাহা মুহাম্মদীয়া খাইরিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক ও সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোসাইন ও বাঁশখালী ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা. নারায়ণ দাশ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমিলাইষ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে যেসকল শিক্ষার্থী ২০০৬ সাল থেকে শুরু করে ২০২৫ সালের এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে এ প্লাস প্রাপ্ত হয়েছেন তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।