টাঙ্গাইলের ভূঞাপুরে (২০২৫-২০২৬) অর্থ বছরে ৭ দিন মেয়াদি অপ্রাতিষ্ঠানিক সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। মোট ৩০ জন মহিলাকে প্রশিক্ষণ দেয়া হবে।
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান, থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, অলোয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম হাসান প্রমুখ।