শনিবার ২৬ জুলাই ২০২৫ ১১ শ্রাবণ ১৪৩২
শনিবার ২৬ জুলাই ২০২৫
চান্দগাঁও থানা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ২৫
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৭:০২ PM
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় ধারবাহিকভাবে চান্দগাঁও থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে আসছে৷ ফলে প্রায় প্রতিদিনই বিপুল সংখ্যক অপরাধী আটকের সফল হচ্ছে টিম চান্দগাঁও৷ 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বাংলাদেশ বুলেটিনকে বলেন, আমরা বুধবার (২৩ জুলাই) সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত থানা এলাকায় একযোগে নিরলস অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে এসব অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি৷  

গ্রেপ্তারদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন, নিয়মিত মামলার দুই আসামি, ছিনতাই চক্রের ১২ সদস্য, পেশাদার চোর চারজন, সন্ত্রাসবিরোধী মামলার একজন, একাধিক মামলায় পলাতক সিআর পরোয়ানাভুক্ত একজন এবং সিএমপি অধ্যাদেশ ৮৮ ধারায় গ্রেপ্তার চারজন রয়েছেন।

চান্দগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত