সোমবার ১১ আগস্ট ২০২৫ ২৭ শ্রাবণ ১৪৩২
সোমবার ১১ আগস্ট ২০২৫
ফটিকছড়িতে কবিরাজকে জবাই করে হত্যা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৬:৫০ PM
চট্টগ্রামের ফটিকছড়িতে আবুল মনছুর (৫০) নামে তান্ত্রিক বৈদ্যকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। 

আজ শুক্রবার দুপুরে পৌরসভার রাঙ্গামাটিয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবুল মনছুর হারুয়ালছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খামারি পাড়ার শফি আলমের ছেলে।

নিহতের মা জাহানারা বেগম জানান, আমার ছেলে তান্ত্রিক বৈদ্যের কাজ করতেন এবং মাঝে মাঝে আশ্রয়ণ প্রকল্পের ওই ঘরে থাকতেন। গত বুধবার রাতে কয়েকজন লোক তার সঙ্গে দেখা করতে আসেন। এরপর রাতে খাওয়ার জন্য তার ঘরে তাকে ডাকতে গেলে তালাবদ্ধ দেখি। তার থাকার ঘরে বাইরে থেকে দুটি তালা লাগানো ছিল। শুক্রবার সকালে দুর্গন্ধ পাওয়ায় প্রতিবেশীরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং রান্নাঘরে তার গলাকাটা মরদেহ দেখতে পায়। 

নিহতের স্ত্রী আয়শা বেগম জানান, আমার স্বামী সাপ্তাহে মাঝেমধ্যে আশ্রয়নের ঘরে আসতেন, তিনি বৈদ্যের কাজ করেন এর বাইরে কোন কাজ করেননা।তার সাথে কারো শত্রুতা ছিলনা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে গলা কাটা লাশ উদ্ধারের করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত