সোমবার ১১ আগস্ট ২০২৫ ২৭ শ্রাবণ ১৪৩২
সোমবার ১১ আগস্ট ২০২৫
‘জনগণকে বিভ্রান্ত করতে কিছু মহল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়’
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৭:৫০ PM
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জনগণকে বিভ্রান্ত করতে কিছু মহল পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চায়। আমরা চাই মানুষ প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা ও সততা দেখে ভোট দিক। জনগণও আমাদের সাথে একমত। বিগত ১৭ বছর সংগ্রাম ও লড়াই করে আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে এসেছি, অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছেন। অথচ এর সুযোগ নিচ্ছে কয়েকটি রাজনৈতিক দল।

আজ শনিবার বেলা সাড়ে ১২টায় টায় খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহিদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল খুলনা মহানগর ও জেলা শাখা এই সভার আয়োজন করে।

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করেছে। মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব যেমন বাকশাল প্রতিষ্ঠার পায়তারা করেছিলেন, ঠিক তেমনি আজও ২৪ সালের গণঅভ্যুত্থানকে ভিন্নভাবে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। আমি গর্ব করে বলতে পারি, বিএনপি ও বিএনপির হাজারো নেতা-কর্মী একাত্তরের মতো ২০২৪ সালেও বুক পেতে দিয়েছেন। যাদের রক্তের বিনিময়ে আজ আমরা মুক্ত।

একাত্তরের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, আমরা দেখেছি প্রকৃত মুক্তিযোদ্ধারা ছিলেন লুঙ্গি ও গামছা পরা খেটে খাওয়া অসহায় বাঙালি। কিন্তু স্বাধীনতার পর দেখলাম, বড়লোকের ছেলেরা মুক্তিযোদ্ধার পরিচয় নিয়ে নিয়েছে।

মেজর হাফিজ আরো বলেন, বাংলাদেশের রাজনীতিতে এখন একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠার যে বাতাস সেটা বইতে শুরু করেছে। আমরা লক্ষ্য করছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যে ফ্যাসিবাদ মাফিয়াকে বিতাড়িত করলাম- পরাস্ত করলাম, কিন্তু তোমার যেভাবে জাতীয় সংসদের সামনে জুলাই ঘোষণা পত্র পেশ করলে আমার সমস্ত দল সেগুলো মেনে নিয়ে একটা সম্প্রীতির অবস্থা তৈরি করেছিলাম। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচনকে নিয়ে এখনো ষড়যন্ত্র তৈরী করে যাচ্ছে। বিভিন্ন রকম বয়ান তৈরি করেছে। আপনারা যদি বলেন নির্বাচনে অংশ নেব না, নির্বাচনে এইটা করতে হবে সেইটা করতে হবে। অথচ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণা পত্র দিয়েছি সুতরাং আমরা বিএনপি'র পক্ষ থেকে আহ্বান জানাতে চাই সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে। আমরা যদি উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করি এবং একে অপরের সম্প্রীতি বজায় রেখে নির্বাচনে অংশ নেই তাহলেই আমরা একটা সুন্দর সুষ্ঠ নির্বাচন দেখতে পাবো। আমরা স্পষ্ঠ করে বলেদিতে চাই হাসিনার আমলের সেই ডামি নির্বাচন আর এই  বাংলাদেশে হবে না, তাহলে কিন্তু সেই নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেবে না।

তিনি আরো বলেন, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, কেউ কেউ বলছেন যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না, কেউ কেউ বলছেন বিচার ছাড়া নির্বাচনে যাব না, আবার কেউ বলছেন সংস্কার ছাড়া নির্বাচনে যাব না। আমরা আপনাদের বলি দেশ ও জাতির স্বার্থে আপনরা সকলে আসুন আগামী ২০২৬ সালের নির্বাচনে আমরা সকলে একসাথে অংশগ্রহণ করি। দেশ ও জাতির স্বার্থে রাজনৈতিক দল গুলোর দাবির পরিপ্রেক্ষিতে বিএনপি এই প্রশ্নে সম্মত হয়েছে যে স্বাধীন নির্বাচন কমিশন গঠনে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের জন্য বিএনপি সেখানে সমস্ত রাজনৈতিক দলের সাথে ঐক্যমত হয়েছে।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু এবং খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন।

সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল খুলনা মহানগরের সভাপতি শেখ আলমগীর হোসেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত