ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
শনিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমিতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
এর আগে, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ টি হলে ছাত্রদলের কমিটি দেয়ার পর অভিযোগ ওঠে, ছাত্রলীগের অন্তত অর্ধশত নেতাকর্মী স্থান পেয়েছে ছাত্রদলের ওই কমিটিতে।
ছাত্র শিবির পরিশিলিত রাজনীতি করছে উল্লেখ করে এসময় তিনি আরও বলেন, এর আগে প্রায় ২০টি কমিটিতে ছাত্রদল এই কাজ করেছে। কোনো কমিটি দিলে যাচাই বাছাই করেই দেয়া উচিত। গতকালের কমিটি দেয়ার পর আবার তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত কমিটির সদস্যের ব্যপারেও অভিযোগ আছে ছাত্রলীগের সাথে জড়িত থাকার।
এসময় কেন্দ্রীয় কমিটি ছাড়াও নরসিংদী জেলা ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।