শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের বিভিন্ন জায়গায় এ অভিয়ান চলে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইউসুফ।
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইউসুফ জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, ওজনে কম দেয়া, বিএসটিআই অনুমোদন না থাকা ও মুল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অভিযোগের দায়ে এসব জরিমানা করা হয়।
এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা প্রদান করে।