মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫ ২৮ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫
খুলনা আদালতের সামনে থেকে অস্ত্রসহ যুবক আটক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭:০৬ PM
খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে তিনটি চাপাতি সহ মানিক হাওলাদার (২৭) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। 

আজ সোমবার বেলা পৌ‌নে ১২ টার দি‌কে আটক করা হয়। এই ঘটনার পর থেকে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। 

আটক মানিক হাওলাদারের নামে খুলনার দৌলতপুর এবং আরংঘাটা থানায় চুরির অভিযোগে দুটি মামলা রয়েছে। সে সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার হাসানবাগ এলাকার বা‌সিন্দা মোদা‌চ্ছের হাওলাদা‌রের ছে‌লে। তা‌কে আট‌কের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন এডিসি কোর্ট প্রসি‌কিউশন মোঃ হুমায়ুন ক‌বির। 

তিনি বলেন, পৌনে ১২ টার দিকে মানিক হাওলাদারকে কয়েকজন যুবক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১/২ ও ৩ নং আদালতের সামনে কয়েকজন যুবক মানিককে ধরে রেখেছিল। এ সময়ে মানিক উপস্থিত ওই পুলিশের কাছে সাহায্য চায়। পরবর্তীতে কোর্ট পুলিশ তাকে হেফাজতে নেয়। এর কিছুক্ষণ পর সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আদালত প্রাঙ্গনে উপস্থিত হয়ে মানিককে তাদের হেফাজতে নেয়। তার পিঠে থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি ধারালো চাপাতি বের করে। 

তিনি আরো জানান, সেনাবাহিনীর সদস্যরা তাকে আরও জানায়, মানিকের সাথে আরও কয়েকজন সন্ত্রাসী ছিল। সোনাবাহিনীর তৎপরতায় পালিয়ে গেলেও মানিক আদালত চত্বরে এসে আশ্রায় নিয়ে ব্যার্থ হয়। মানিক হাওলাদার খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ‘বি’ কোম্পানীর সদস্য। সোনাডাঙ্গা থানার একটি হত্যা মামলায় আজ অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের হাজিরার দিন ধার্য ছিল। তাদের কাউকে ঘায়েল করার জন্য সে এখানে এসেছিল বলে চাউর উঠেছে। সেনাবাহিনীর সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে গেছে। এ ঘটনার পর পরই আদালত চত্বরে নিরাপত্তা ব্যাপক জোর দার করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত