ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের আগমনে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৫ টি বিভাগের প্রায় সকল বিভাগই নিজ উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়।
রোববার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ২৫ টি বিভাগের নতুন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের নিচ তলায় নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও ওরিয়েন্টেশন বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ওরিয়েন্টেশন শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে যান। এসময় তাদের প্রায় সব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নিজস্ব আয়োজনে নবীন শিক্ষার্থীদের ফুল, কলম,খাবার ও নানা রকম উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেন। বিভিন্ন বিভাগে শ্রেণিকক্ষ সাজিয়ে ও বিভাগের দেয়ালে আলপনা ও পোস্টারিং করে নতুনদের স্বাগত জানিয়েছেন। বিভিন্ন জেলা থেকে আসা নবীন শিক্ষার্থীরা এসময় দলবদ্ধ হয়ে উৎসবমুখর পরিবেশে মেতে উঠেন।
বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী শাহরিয়ার মাউন বলেন, ‘নতুন একটি স্বপ্নের পথে পা বাড়ালাম। আজ থেকে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষার্থী। আমি এমন একটি প্রতিষ্ঠানের অংশ, যা আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যকে ধারণ করে।। ক্যাম্পাসের এই সবুজ প্রাঙ্গণ, নতুন মুখ আর প্রাণবন্ত পরিবেশ সবকিছুই আমাকে মুগ্ধ করেছে। মনে হচ্ছে, এক নতুন অধ্যায়ের সূচনা হলো।’
বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের নবীন শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ্, মহান আল্লাহ্ তা'য়ালার অশেষ রহমতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিভাগে (আইন ও বিচার) ভর্তি হতে পেরে গর্ববোধ করছি। ক্যাম্পাসের প্রথম দিনে ভার্সিটির ওরিয়েন্টেশনের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। সব মিলিয়ে উদ্বেগ আর উচ্ছ্বাসের এক অনন্য মিশেল, জীবনের নতুন অধ্যায়ের সূচনা যেন! সকলের কাছে দোয়াপ্রার্থী-আমি যেন বড় হয়ে দেশ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে পারি’।