বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক আবিদ হোসেন এর লেখা 'নবী মোর পরশমণি' গ্রন্থ প্রকাশ উপলক্ষে সীরাত কনফারেন্সে বক্তারা বলেন, আমরা যদি মহানবী (সা.) এর জীবন থেকে শিক্ষা গ্রহণ করি তবে সমাজ থেকে অন্যায়-অবিচার, দুর্নীতি ও নৈতিক অবক্ষয় দূর হবে। ডা. আবিদ হোসেন চিকিৎসক হয়েও এ গ্রন্থের মাধ্যমে নবীর জীবনের আলো ছড়িয়ে দিয়েছেন, যা সবার জন্য অনুপ্রেরণার। সীরাত কেবল অতীতের ইতিহাস নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের জন্য পথপ্রদর্শক। পরিবার, সমাজ ও রাষ্ট্র সবখানেই নবী (সা.) এর আদর্শ অনুসরণের বিকল্প নেই।
গতকাল সন্ধ্যায় রাজধানীর আবু সাঈদ কনভেনশন হলে ইউরোলজি বিশেষজ্ঞ ডাঃ আবিদ হোসেন রচিত ' নবী মোর পরশমণি' গ্রন্থ প্রকাশ উপলক্ষে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সীরাতের আলোকে মানবতার পুনর্জাগরণের আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, সীরাত কেবল ইতিহাস নয়, এটি আমাদের জীবনের দিশারী।সমাজ থেকে অন্যায়-অবিচার, দুর্নীতি ও নৈতিক অবক্ষয় দূর করতে হলে মহানবী (সা.) এর জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে । ডা. আবিদ হোসেন চিকিৎসক হয়েও এ গ্রন্থের মাধ্যমে নবী করীম (সা.) জীবনের আলো ছড়িয়ে দিয়েছেন, যা সবার জন্য অনুপ্রেরণার। পরিবার, সমাজ ও রাষ্ট্র সবখানেই নবী করীম (সা.) এর আদর্শ অনুসরণের বিকল্প নেই।
ডাঃ আবিদ হোসেন তার বক্তব্যে নিজ রচিত গ্রন্থ সম্পর্কে বলেন, এই গ্রন্থে মহানবী (সা.) এর জীবনাদর্শের পাশাপাশি মক্কা-মদিনার গুরুত্বপূর্ণ সকল বিষয় সচিত্র তুলে ধরা হয়েছে। এজন্য তারা হজ্ব ও ওমরা গমনেচ্ছুদের জন্য এই গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এ গ্রন্থটি বুদ্ধিজীবী সমাজকে নবীপ্রেম ও ইসলামী জ্ঞানে সমৃদ্ধ হতে উদ্বুদ্ধ করবে। আমার লেখনীর মাধ্যমে নবী করীম (স.) এর জীবনের আলো ছড়িয়ে দেয়া হয়েছে, যা সবার জন্য অনুপ্রেরণার।
মেজর জেনারেল (অব:) ডাঃ এইচ আর হারুন এর সভাপতিত্বে সীরাত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। ভিডিও বক্তব্যে যুক্ত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ মোঃ শফিকুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ আব্দুস সালাম খান, মুফতী সৈয়দ ফয়জুল করীম (শায়কের চরমোনাই), আমীরুল মুছলিহীন মাওলানা খলিলুর রহমান (নেছারাবাদ পীর সাহেব), মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের নির্বাহী চেয়ারম্যান মুফতি সৈয়দ এছাহাক মোঃ আবুল খায়ের, মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা নেয়ামাতুল্লা আর ফরিদী, মাওলানা গাজী আতাউর রহমান। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় ইসলামী স্কলারগণ সীরাত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং গ্রন্থটির বিভিন্ন দিক তুলে ধরেন।