সোমবার ২৪ নভেম্বর ২০২৫ ১০ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ২৪ নভেম্বর ২০২৫
খা‌লেদা জিয়ার আপোস সংগ্রাম ছাড়া এই গণঅভ্যুত্থান হতো না: ফরহাদ মজহার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭:৫২ PM

বেগম খা‌লেদা জিয়ার আপোস সংগ্রাম ছাড়া এই গণঅভ্যুত্থান হতো না ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন ক‌বি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। 

আজ শ‌নিবার দুপু‌রে কু‌ড়িগ্রামের উলিপুর উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে "জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি" বিষয়ক আলোচনা সভায় প্রধান অ‌তি‌থির ব‌ক্তব্যে এ কথা ব‌লেন তি‌নি।

তি‌নি ব‌লেন, বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গ্রেনেড হামলার মামলা দেওয়া হয়েছিল। তিনি ফাঁসির আসামি ছিলেন। মিথ্যা মামলা হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছে। বিগত ১৬ বছরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার।

ফরহাদ মজহার ব‌লেন, দেশে শেখ হাসিনার মতো অত্যাচারী সরকার যেন আর না আসে। রাজনীতিবিদদের কাছে নতি স্বীকার করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ড. মুহাম্মদ ইউনূস। সেনাবাহিনীর সমর্থন না থাকলে, এই সরকার টিকবে না ব‌লেও মন্তব‌্য ক‌রে‌ছেন তিনি।

এ সময় তি‌নি আরও ব‌লেন, তারা বিদেশ থেকে এসে বাংলাদেশের জনগণের মনের কথা, মনের ব্যথা কি বুঝবে? তাই আমাদের সকলকে অত্যন্ত সচেতনভাবে বুঝতে হবে। সবাইকে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। সেখানে ছোট বড় সকল রাজনৈতিক দলকে রাখতে হবে। আমাদের প্রথম কাজটা হবে একটা গঠনতন্ত্র প্রণয়ন করা, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এখানে সকলের মতামতকে মূল্য দিয়ে নতুন রাষ্ট্র বিনির্মাণ করা।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত