গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে বিআরটি ফ্লাইওভারের টঙ্গীবাজার এলাকায় গাজীপুরমূখী লেনে এই ঘটনা ঘটে। নিহত দুই জনের পরিচয় শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কক্সবাজার থেকে জামালপুরগামী এমআর ট্রাভেলস ( ঢাকা মেট্রো ব ১৫-৭৯৭৮) নামক একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল থাকা দুই যাত্রী বাসের নিচে পিষ্ট হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
গুরুতর আহত অপর যাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।নিহত দুই জনের পরিচয় সনাক্ত করতে কাজ করছে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ হারুন উর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি পুলিশ হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।