মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
খুলনায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৩ PM
খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজারে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে আলম মোল্যা (৪০) নামের এক নিহত হয়েছেন। নিহত আলম মোল্যা ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের হায়দার আলী মোল্যার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোল্যার টোলনা গ্রামস্থ বাড়িতে গিয়ে ৪-৫ জন মুখোশধারী অস্ত্রসজ্জিত সন্ত্রাসী প্রকাশ্যে তাকে জীবননাশের হুমকি দেয়। এর আগে তারা জামিরা বাজারের একটি দোকানে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা দাবি পূর্বক আতঙ্ক সৃষ্টি করে। 

ঘটনার পরপরই বাজারের ব্যবসায়ীরা একজোট হয়ে চাঁদাবাজ ও সন্ত্রাসী আলম মোল্যাকে বাড়ি থেকে ধরে বাজারে নিয়ে এসে গণপিটুনি দেয়। গণপিটুনিতে সে ঘটনাস্থলেই নিহত হয়। 

স্থানীয় সুত্রে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র বাজারের ব্যবসায়ীদের নিকট চাঁদা দাবি করে আসছিল। এতে ব্যবসায়ীরা চরম ক্ষুব্ধ হয়ে ওঠে। শনিবারের ঘটনাটি এরই ধারাবাহিকতা। 

ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ জেল্লাল হোসেন জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। নিহত আলমের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত