রবিবার ২৩ নভেম্বর ২০২৫ ৯ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ২৩ নভেম্বর ২০২৫
‘ফ্রি ফায়ার’ খেলাকে কেন্দ্র করে রাজধানীতে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৮:৫৮ PM

লালবাগে মোবাইল গেম ‘ফ্রি ফায়ার’ কে কেন্দ্র করে দুই কিশোরের ঝগড়া থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শহিদ নামে এক কাঁচামাল বিক্রেতা গুরুতর আহত হয়েছেন। আমলিগোলা বাজার এলাকায় রাতে এ ঘটনা ঘটে।   

গুরুতর আহত অবস্থায় গত রাত দেড়টার দিকে শহিদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। 

ভুক্তভোগীর ছেলে মামুন বলেন, তিনি ও মাহমুদউল্লাহর ছেলে (নাম জানা যায়নি) মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিলেন। একপর্যায়ে গেম খেলা নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। বিষয়টি পরে দুই পরিবারের অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে। বাকবিতণ্ডা থেকে তা হাতাহাতিতে গড়ায়। এ সময় মামুনের বাবা শহিদকে মারধর করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। 

শহিদ লালবাগের আমলিগোলা কলারঘাট এলাকায় ইউসুফ আলীর বাড়িতে পরিবারসহ ভাড়া থাকেন। তার বাবার নাম মো. আব্দুর রশিদ।

লালবাগ থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, এটি পারিবারিক সংঘর্ষের ঘটনা। আমরা আহতের পরিবারকে পরামর্শ দিয়েছি, মেডিকেল কাগজপত্রসহ আনুষ্ঠানিক অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, শহিদ নামে এক আহত ব্যক্তিকে রাত দেড়টার দিকে হাসপাতালে আনা হয়। বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত