মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
মাধবপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৩:০৮ PM আপডেট: ০১.১১.২০২৫ ৩:১৩ PM
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। 

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে সমবায় কর্মকতা মোঃ ইসমাইল তালুকদারের সভাপতিত্বে আলোচনা প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম। 

প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআরডিবি অফিসার ফয়সল আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল আজিজ, পৌর বিএনপির সহসভাপতি মাসুকুর রহমান মাসুক, ছাত্র সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল, বাবলু মিয়া, সাংবাদিক কয়েছ আহমেদ সালমান, বাংলা টিভির প্রতিনিধি হামিদুর রহমান, সিনিয়র সাংবাদিক রোকন উদ্দিন লস্কর এম এ কাদের প্রমুখ। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত