মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ড. রশিদ আহমেদ হোসাইনী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৩:১৭ PM
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে ধারাবাহিকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক, ডাকসু সাবেক সদস্য ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. রশিদ আহমেদ হোসাইনী।

গতকাল শুক্রবার বিকেলে মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজার ও নাথেরপেটুয়া বাজারে লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের মাঝে এ কর্মসূচি চালান তিনি।

প্রচারণাকালে ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। যতদিন এই দফাগুলো বাস্তবায়ন না করতে পারি, ততদিন আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোন্দল নয়। যোগ্যতা, অভিজ্ঞতা ও শিক্ষা যার আছে, যিনি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে পারবেন, দল তাকেই নমিনেশনের জন্য বিবেচনা করবেন এবং সেই নেতার নেতৃত্বেই আমরা এই আসনটি তারেক রহমানকে উপহার দিব। 

এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খুসরু, এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ হোসেন, বিল্লাল হোসেন, জসিম উদ্দিন, যুবদল নেতা অ্যাডভোকেট সৈকত, কামাল হোসেন পাটোয়ারী, মোঃ রুবেল মজুমদার, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদার প্রমুখ।

এছাড়াও লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত