মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
চান্দিনায় দরিদ্রদের জীবনমান উন্নয়নে মানবিক সহায়তা প্রদান
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২:৩৭ PM
কুমিল্লার চান্দিনায় হতদরিদ্র্যদের স্বনির্ভরতা নিশ্চিত করতে ৬টি অটোরিকশা, ২টি গৃহপালিত গাভী ও ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার তুলাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এফ আর হিউম্যান কেয়ার এর আয়োজন করা ‘সাম্বলম্বীকরণ প্রকল্প ২০২৫’ এর অংশ হিসেবে এই বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

এফ আর হিউম্যান কেয়ার একটি মানবিক উন্নয়ন সংস্থা, যা দেশের বিভিন্ন জেলায় দারিদ্র্য বিমোচন, শিক্ষাসম্প্রসারণ, মেধাবীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি এবং সমাজে ন্যায় ও সমতার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি মানবজীবনের মর্যাদা রক্ষা, দারিদ্র্য হ্রাস, সঙ্কটপূর্ণ সময়ে দ্রুত সহায়তা প্রদান এবং দীর্ঘমেয়াদী উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি  মোঃ রেজাউল করিম। উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, চান্দিনা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শাহ মোহাম্মদ আলমগীর খান, চান্দিনা পৌর জামায়াতের আমির আবুল হাসেম, সংস্থার বর্তমান সভাপতি মোঃ নুরুল ইসলাম, বড়ইয়া কৃষ্ণপুর সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোস্তফা কামাল। এছাড়া চান্দিনা মহিলা কলেজের অধ্যাপক মোঃ হেদায়তউল্লাহ, হাবিবুল্লাহ বাহার, জাহাঙ্গীর আলম প্রধান ও আবু হানিফ মোঃ মহিউদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

উক্ত কর্মসূচির মাধ্যমে সংস্থাটি দরিদ্র ও অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা প্রদান করছে এবং তাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হচ্ছে।







« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত