মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
মধুপুরে সন্ত্রাসী হামলায় শ্রমিক দল নেতা আহত
ধনবাড়ী(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২:৫৮ PM
টাঙ্গাইলের মধুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক দল নেতার উপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মধুপুর পৌর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল হোসেনের উপর এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে আহত শ্রমিকদল নেতা উজ্জল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত উজ্জল হোসেন পৌরসভার রানিয়াদ গ্রামের নয়ন মিয়ার ছেলে।

এ ঘটনায় সোমবার রাতে ওই গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে লুৎফর রহমান (৩৮) বাদী হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, সোমবার রাতে সাড়ে ৯টায় দিকে শ্রমিক দল নেতা উজ্জ্বল, শিশির মাসুদ, মেহেদী,  শাহীন সহ আরো কয়েজন একসাথে মোটরসাইকেলে মধুপুর যাওয়া  পথে  আকাশী মোড় নামক স্থানে পৌছালে পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে আকাশী গ্রামের আঃ রাজ্জাকের ছেলে রাইসুল এর নেতৃত্বে ১২-১৩ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল পথরোধ করে হামলা চালায়। এসময় দা, লাঠি, কাঠের চলা, চাপাতি, রামদা, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে তাদেরকে আহত করে। তাদের ডাকচিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় দ্রুত আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

মধুপুর থানার ওসি এমরানুল কবীর জানান, উক্ত ঘটনায় লুৎফর রহমান বাদী হয়ে সোমবার রাতেই থানায় ১৪ জনের নাম উল্লেখসহ ২০/২৫ অজ্ঞাত কে আসামী করে মামলা দায়ের করেন। দ্রত আসামীদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।

মামলায় আসামীরা হলেন- মধুপুর পৌরবসভার আকাশী গ্রামের আঃ রাজ্জাকে ছেলে রাইসুল (৩০), তুলা মিয়া ছেলে মামুন  (৩২),  মানিক (২৮), রতন (২৩),  মৃত জুলহাসের ছেলে হারুন (৩২) , রিপন (২৫) মোঃ স্বপন (২৫),  মৃত মোকছেদ আলীর ছেলে রাজু আহমেদ (৩০) ৯। আবু (২৬) মৃত  খোরশেদের ছেলে তুলা মিয়া (৫৫), জুলহাসের ছেলে  জাহিদ (২৮), রফিকুল ইসলাম (৩৮), শহিদুল (৩৬),  রফিজ ছেলে রুবেল (৩২) সহ আরো অজ্ঞাতনামা  ২০ /২৫ জন। 

আহত শ্রমিকদল নেতা উজ্জল হোসেন ও স্থানীয় এলাকাবাসীরা জানান, এই দুষ্কৃতিকারী সন্ত্রাসী রাইসুল  ও হারুন গংরা দীর্ঘ ১৬-১৭ বছর যাবত তারা অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের কে গ্রেপ্তারে দ্রুত  গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

                                

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত