মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের বর্ষপূর্তি ও সংবর্ধনা অনুষ্ঠিত
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৩:৩৪ PM
রাজধানীর রিয়েল এস্টেট খাতের উদ্যোক্তাদের সংগঠন ঢাকা সাউথ ডেভেলপারস ফোরাম (ডিএসডিএফ) এর বর্ষপূর্তি ও সংবর্ধনা ফোরামের প্রেসিডেন্ট ফখরুল ইসলামের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক ড. মোঃ হারুন অর রশিদ এর পরিচালনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্য, রিয়েল এস্টেট ব্যবসায়ী, সংশ্লিষ্ট পেশাজীবী ও আমন্ত্রিত অতিথিরা এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান।

তিনি তার বক্তব্যে বলেন, “রিয়েল এস্টেট খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রাহক আস্থা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজ করলে এই খাত আরও শক্তিশালী হবে। ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের মতো সংগঠনগুলো ডেভেলপারদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা প্রশংসনীয়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঞা।রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ও DSDF চীফ এডভাইজার আব্দুর রাজ্জাক। মিরপুর রিয়েল এস্টেট ফোরামের প্রেসিডেন্ট মোঃ শহিদুল ইসলাম ও উত্তরা ডেভেলপারস ফোরামের প্রেসিডেন্ট মোঃ ইব্রাহীম সরকার, ডিএসডিএফ ভাইস প্রেসিডেন্ট জনাব হামিদুর রহমান সোহাগ, জয়েন্ট সেক্রেটারি ফজলুর রহমান মামুন, ইঞ্জিনিয়ার মাহবুবুল হক ও ট্রেজারার জনাব কাজী মোঃ ওবায়দুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন রিহ্যাব পরিচালক ও ডিএসডিএফ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন দেওয়ান নাসিরুল হক।

সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম বলেন, “ঢাকা দক্ষিণ অঞ্চলের ডেভেলপারদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও নৈতিক ব্যবসায়িক চর্চা প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। একসঙ্গে কাজের মাধ্যমে নগর উন্নয়নে আমরা আরও কার্যকর ভূমিকা রাখতে চাই।”

ডিএসডিএফ-এর সাধারণ সম্পাদক ও রিহ্যাব পরিচালক ড. হারুন অর রশিদ বলেন, “রিয়েল এস্টেট খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আমরা চাই, এই খাত আরও স্বচ্ছ, টেকসই ও গ্রাহকবান্ধব হোক।” দীর্ঘদিন ড্যাপ সংশোধন ও রাজউক বিধিমালা-২০২৫ গেজেট আকারে প্রকাশ না হওয়ায় ডেভেলপার প্রতিষ্ঠানগুলো ক্ষতির সম্মুক্ষিন হচ্ছে। তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়কে যতদ্রুত সম্ভব গেজেট প্রকাশ করে রিয়েল এস্টেট সেক্টরকে বাঁচিয়ে রাখতে জোর অনুরোধ করেন।

অনুষ্ঠানে ডেভেলপার খাতের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠাকালীন সদস্য ও সহযোগীদের সংবর্ধনা প্রদান করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত