মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
চরভদ্রাসনে পঞ্চাশ নারী পেল সেলাই মেশিন
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৩:২২ PM
ফরিদপুরের চরভদ্রাসনে পঞ্চাশ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

বুধবার দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেশিন বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদার, ইউপি চেয়ারম্যান আজাদ খান, মো. ইয়াকুব আলী প্রমুখ। 

ইউএনও জানান, যারা অল্প সেলাইয়ের কাজ জানতেন তাদের ত্রিশ জনকে দশ দিনের সেলাই প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া কাজ জানে অথচ সেলাই মেশিন নেই এমন বিশজনকে মোট পঞ্চাশ জনকে পঞ্চাশটি সেলাই মেশিন প্রদান করা হয় এছাড়া যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের সনদ ও ভাতা প্রদান করা হয়। 

প্রশাসনের এমন উদ্যোগের প্রতি সাধুবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেলাই মেশিনপ্রাপ্ত নারীরা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত