সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
মৌসুমের শুরুতেই সার ও বীজ পেল প্রায় আড়াই হাজার কৃষক
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৬:৪৮ PM
বরিশালের বাবুগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমের শুরুতেই প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

সরিষা, সূর্যমুখী, খেসারি, মসুর, মুগ, চিনাবাদাম ও সয়াবিন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৪১৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মৌসুমের শুরুতে সার ও বীজ পেয়ে খুশি ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকরা।

বুধবার (৫ নভেম্বর) সকালে বাবুগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার,বীজ বিতরণে উদ্বোধন করা হয়।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ। 

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ'র সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুন্নাহার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল করিম হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশে বাবুগঞ্জ উপজেলার সভাপতি রহমতুল্লাহ, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রভাষক সাইফুর রহিম। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমন, খোরশেদুল আলম, রিয়াজুল ইসলাম ওমর, রফিকুল ইসলাম প্রমুখ। 

কৃষি কর্মকর্তা আব্দুর রউফ জানান, রবি শস্যের উৎপাদন বৃদ্ধি এবং পতিত জমিকে আবাদযোগ্য করে তুলতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে সরকার বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার বিতরণ করছে। এর মাধ্যমে সকল পতিত জমিকে আবাদের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছে কৃষি বিভাগ। এর ফলে উৎপাদন বাড়বে এবং খাদ্যঘাটতি পূরণে সহায়ক হবে। 

ইউএনও ফারুক আহমেদ বলেন, আবাদযোগ্য সব পতিত জমিকে চাষের আওতায় আনতে সরকার নিরলসভাবে কাজ করছে। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত