সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
শান্তিগঞ্জে বিপুল ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৭:১৬ PM
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ আন্ত:জেলা সক্রিয় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২ হাজার ৩ শত ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৫০ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মোঃ রাকিবুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকা হতে একজন মাদক ব্যবসায়ী মাদক নিয়ে শান্তিগঞ্জ থানা এলাকার শান্তিগঞ্জ বাজারে নিয়ে আসছে। উক্ত সংবাদ পেয়ে উপ পুলিশ পরিদর্শক মোঃ রাকিবুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে রবিবার দুপুরে শান্তিগঞ্জ বাজার পয়েন্ট এলাকায় অবস্থান করেন। এসময় জেলার জেলার জকিগঞ্জ থানা এলাকা থেকে আগত মাদক ব্যবসায়ী হোসেন আহমদ প্রকাশ সাদ্দাম হোসেনকে ডুংরিয়া সড়কের দিকে যাওয়ার পথে পুলিশ সন্দেহজনক ভাবে আটক করেন এবং তার নিকট থেকে ২ হাজার ৩ শত ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। 

এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী হোসেন আহমদ প্রকাশ সাদ্দাম হোসেন জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট অপর মাদক ব্যবসায়ী ডুংরিয়া গ্রামের হাফিজুর রহমানের বলিয়া জানায়। সাথে সাথে শান্তিগঞ্জ থানা পুলিশ বাজার এলাকায় অভিযান চালিয়ে অপর মাদক ব্যবসায়ী হাফিজুর রহমানকে আটক করেন। 

আটক মাদক ব্যবসায়ী হোসেন আহমদ প্রকাশ সাদ্দম (৩৬), সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকার পীরের চক গ্রামের আব্দুল জলিলের পুত্র এবং অপর মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান (৩১), সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা এলাকার ডুংরিয়া গ্রামের জমশেদ আলীর পুত্র।  আটক মাদক ব্যবসায়ী আন্তঃজেলা মদক ব্যবসার সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার(ওসি) মো. আব্দুল আহাদ  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ  করা হয়েছে। মাদক নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত