আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামালপুর-২ (ইসলামপুর) আসনে নির্বাচনী উচ্ছ্বাস বইছে।
আজ সকাল থেকেই ইসলামপুর থানা মোড়ের ঐতিহাসিক বটতলা চত্বরে উপচে পড়া জনসমাগমে পরিণত হয় এক প্রাণবন্ত পথসভায়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু।
পথসভায় অংশ নেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। সকাল থেকেই হাতে ব্যানার, ফেস্টুন, ধানের শীষের প্রতীক এবং ফুলের তোড়া নিয়ে নেতাকর্মীরা জড়ো হন। বটতলা চত্বর জুড়ে ধ্বনিত হতে থাকে ধানের শীষের বিজয় নিশ্চিত, গণতন্ত্র মুক্তির সংগ্রামে ইসলামপুর ঐক্যবদ্ধ এমন স্লোগান।
মঞ্চে ওঠার পর ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে আপ্লুত হন সুলতান মাহমুদ বাবু। পথসভায় তাঁর বক্তব্যে উঠে আসে মানুষের দুঃখ-দুর্দশা, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার কথা।
তিনি বলেন, ইসলামপুরের মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার বন্ধন। আমি রাজনীতি করি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। এই নির্বাচনে ইসলামপুরের মানুষ আর ভয় বা অন্যায়ের কাছে নতি স্বীকার করবে না। ধানের শীষের পক্ষে যে জোয়ার শুরু হয়েছে, তা আর কেউ ঠেকাতে পারবে না।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। আমরা কারো ব্যক্তিগত স্বার্থে নয়, জাতির ভবিষ্যতের জন্য লড়াই করছি। আমরা ইসলামপুরবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে সকল ভেদাভেদ মান অভিমান ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান।
পথসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতা-কর্মীরা বক্তৃতা দেন। তারা বলেন, সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে ইসলামপুর বিএনপি আজ আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী। তৃণমূলের কর্মীরা মাঠে নেমেছে, মানুষের ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে দিন-রাত কাজ করছে। বিএনপি ক্ষমতায় এলে ইসলামপুর হবে উন্নত ও শিক্ষিত একটি মডেল উপজেলা।
পথসভা শেষে সুলতান মাহমুদ বাবু তৃণমূল কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলকে ধৈর্য, ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান।