মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ঋণ বিতরণ
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৩:১২ PM
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে প্রান্তিক ভূমিহীন কৃষক ও নিম্ন আয়ের বিভিন্ন পেশাজীবী ৮৬ জন গ্রাহকদের মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের একটি রেস্টুরেন্টে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে গ্রাহকদের হাতে চেক প্রদান করা হয়।

উত্তরা ব্যাংক (পিএলসি), লক্ষ্মীপুর শাখার আয়োজনে এতে সভাপতিত্ব করেন উত্তরা ব্যংক কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ-মহা ব্যাবস্থাপক মো. জাহাঙ্গীর আলম।

পল্লী সঞ্চয় ব্যাংক রায়পুর শাখার ব্যাবস্থাপক ফাতিমা খাতুন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক এর অতিরিক্ত পরিচালক মো. আলি হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যংক এর যুগ্ম পরিচালক গোলাম সারোয়ার সোনালী ব্যাংক লক্ষ্মীপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান মোজাম্মেল হক ভূঁইয়া। 

এছাড়া সুবিধাভুগী গ্রাহক সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১০০ ও ৫০ টাকার হিসাবধারী প্রান্তিক/ভূমিহীন কৃষক,নিম্ন আয়ের পেশাজীবি,স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যাবসায়ীদের জন্য গঠিত পূনঃঅর্থায়ন স্কিম এর আওতায় লিড ব্যাংক পদ্ধতিতে লক্ষ্মীপুর জেলার প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে বিনিয়োগ/ঋন বিতরন করা হয়। এতে ৮৬ জন প্রান্তিক গ্রাহকের ১ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা ঋন বিতরন করা হয়। এসব গ্রাহকদের সবাই ক্ষুূ্দ্র উদ্যোক্তা।

অনুষ্ঠানে বক্তারা ক্ষুদ্র উদ্যোক্তাদের অনুপ্রেরনা প্রদানমূলক বক্তব্য প্রদান করেন। একই সাথে ক্ষুদ্র ঋন এর যথার্থ ব্যাবহার সহ ব্যাংকের সাথে পরিচ্ছন্ন লেনদেনের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত