সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
ঠাকুরগাঁওয়ে ৪৩ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৬:৫৭ PM
ঠাকুরগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ১০,৯৩০ জন এবং জেলায় সবসহ প্রায় ৪৩ হাজার ক্ষুদ্র  ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

জেলার কৃষি বিভাগ জানায়, দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে জেলায় প্রায় ৪৩ হাজার কৃষককে ৫৭৩০ হেক্টর জমিতে রবিশস্য  চাষ করবার জন্য এই  সরকারি প্রণোদনার আওতায় আনা হয়েছে ।  

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে উপজেলা চত্বরে এই বীজ ও সার বিতরণ করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা  নাসিরুল আলমের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার বীজ-সার তুলে দেয়ার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন । 

উল্লেখ্য যে, ২২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১০,৯৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চীনা বাদামসহ রাসায়নিক সার বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষি বিভাগ জানায়, উপজেলায় এই প্রণোদনার আওতায় ১৪৬০ হেক্টর জমিতে রবিশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার  খায়রুল ইসলাম বলেন, কৃষি খাত সরকারের সবচেয়ে অগ্রাধিকার খাত। এখানকার উন্নতিই দেশের সামগ্রিক উন্নয়নের সবচাইতে বড় মাপকাঠি। বন্যা ও প্রাকৃতিক  দুর্যোগমুক্ত ঠাকুরগাঁও জেলার কৃষক ভালো উৎপাদন করে সারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা নিতে পারেন। সে কারণেই সরকারের কৃষকের পাশে এই এগিয়ে আসা।আমাদের এই জনপদের অধিক উৎপাদন সেরকম ভূমিকাই রাখবে বলে আমাদের বিশ্বাস। 

পজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম জানান, ক্রমবর্ধমান এই প্রণোদনার আওতায় কৃষি বিভাগ নিবিড়ভাবে রবিশস্য উৎপাদনের কাজে কৃষকদের পাশে থেকে আধুনিক প্রযুক্তিসহ আপদকালীন পরামর্শ প্রদান করবে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় এ বছর জেলায় মোট ৪২,৯০০ কৃষককে ৫,৭৩০ হেক্টর জমিতে রবি মৌসুমের উল্লেখিত ফসল উৎপাদনের জন্য এই সরকারি কৃষি প্রণোদনার আওতায় আনা হয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত