সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করে পতাকা মিছিল করেছে কালিগঞ্জ উপজেলা বিএনপি ও ডাঃ শহিদুল আলমের কর্মী সমর্থকরা।
বৃহস্পতিবার বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রায় দশ হাজার নেতা কর্মী জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা বিএনপির নেতা নলতা ইউপি চেয়ারম্যান মো:আজিজজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জগন্নাথ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।
সাতক্ষীরা ৩ আসনের প্রার্থী কাজী আলাউদ্দিনকে পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. অধ্যাপক শহিদুল আলমের মনোনয়ন দাবি করেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মীরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অন্যদিকে একই দাবিতে আশাশুনি উপজেলা বিএনপি চাপড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
কেন্দ্রঘোষিত সাতক্ষীরা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার শহিদুল আলমের মনোনয়ন দাবি করেন।
এদিকে বিকেল ৫টার দিকে কালিগঞ্জ উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন গণসংযোগে বের হলে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ডঃ শহিদুল আলমের কর্মী-সমর্থকদের কালো পতাকা মিছিলের মুখে পড়ে মুহূর্তে এলাকা ত্যাগ করেন কাজী আলাউদ্দিন।