পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
আজ শুক্রবার (৭ নভেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সকাল থেকেই দলীয় নেতা-কর্মীরা পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে উপজেলা বিএনপি কার্যালয়ে সমবেত হন। পরে একটি শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম ফরিদ, বর্তমান স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল, সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম এবং উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও কর্মীরা।
সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব সংঘটিত হয়েছিল। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করে বলেন, তার আদর্শ ও দেশপ্রেম আজও দলীয় নেতাকর্মীদের প্রেরণার উৎস।
বক্তারা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যাহত দুঃশাসন, গুম-খুন ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে আমরা ফিরে পেয়েছি আমাদের ভোটাধিকার। তাই আগামী নির্বাচনে নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়ার সকল স্তরের বিএনপি'র নেতাকর্মীরা এক হয়ে আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।দেশের গণতন্ত্র পুনরুদ্ধারই আজকের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অঙ্গীকার।
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।