মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৫:৪০ PM
চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম থেকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “এরশাদ উল্লাহ ভাই বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। এখন তিনি শঙ্কামুক্ত। পরিবারের সদস্যরা এবং আত্মীয় স্বজন আলোচনা করে উন্নত চিকিৎসার জন্য উনাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।ঢাকায় উনাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হবে।”

এর আগে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। চালিতাতলী পূর্ব মসজিদের কাছে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-পাঁচলাইশ) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এরশাদ উল্লাহ গণসংযোগের জন্য সেদিন চালিতাতলী এলাকায় গিয়েছিলেন। ওই দিন গুলিতে নিহত হন সরোয়ার হোসেন বাবলা, যিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইরফানুল হক শান্ত ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। গুলিবিদ্ধ আমিনুল হক ও মর্তুজা হকও বিএনপির রাজনীতিতে জড়িত।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত