সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
কৃষকের কামড়ে বিষধর গোখরা সাপের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:০৪ PM
এক বিস্ময়কর ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। সাপের কামড়ে আহত হওয়ার পর কৃষক নিজেই সাপকে কামড়ে মেরে ফেলেছেন। ঘটনাটি ঘটেছে রাজ্যের হার্দৌই জেলার পুষ্পাতলি গ্রামে।

পুলিশ জানিয়েছে, গত সোমবার দুপুরে ধানক্ষেতে কাজ করছিলেন স্থানীয় কৃষক পুণিত। হঠাৎ একটি কালো কোবরা এসে তার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। তবে আতঙ্কিত না হয়ে পুণিত উল্টো সাপটিকেই ধরে মাথায় কামড়ে দেন।

পুণিত বলেন, ‘আমি ক্ষেতে কাজ করছিলাম, তখন সাপটি আমার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। খুব ব্যথা হচ্ছিল, কিন্তু আমি সাহস হারাইনি। রাগে আমি সাপটাকে ধরে তার মাথায় কামড়ে দিই।’

স্থানীয়রা জানান, কামড় খাওয়ার পরপরই সাপটি ঘটনাস্থলেই মারা যায়। তবে পুণিত জ্ঞান হারাননি। গ্রামবাসীরা দ্রুত তাকে হার্দৌই মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে অ্যান্টি-ভেনম ইনজেকশন দিয়ে পর্যবেক্ষণে রাখেন।

হার্দৌই মেডিকেল কলেজের চিকিৎসক ডা. শের সিং বলেন, ‘রাতে তাকে ভর্তি করা হয়েছিল। আমরা অ্যান্টি-ভেনম দিয়েছি এবং পর্যবেক্ষণে রেখেছিলাম। তার সব রিপোর্ট স্বাভাবিক ছিল, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও সতর্ক করে বলেন, ‘সাপকে কামড়ানো অত্যন্ত বিপজ্জনক। সামান্য বিষ যদি মুখ বা মাড়ির ভেতর প্রবেশ করত, সে বাঁচত না। এমন কাজ কখনোই অনুকরণ করা উচিত নয়।’

পুণিতের চাচাতো ভাই অমন কুমার জানান, ‘প্রথমে আমরা ভেবেছিলাম, সে মজা করছে। পরে মাঠে গিয়ে দেখি সাপটা সত্যিই মারা পড়ে আছে। এখন পুরো গ্রামেই এই ঘটনা সবার মুখে মুখে।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত