বাংলাদেশের সঙ্গে কোনো বিরোধ বা উত্তেজনা চায় না বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশটির গণমাধ্যম নেটওয়ার্ক ১৮-এর প্রধান সম্পাদক রাহুল জোশিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
রাজনাথ সিং বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চাই না। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উচিত তার বক্তব্যের শব্দচয়ন আরও সতর্কভাবে ব্যবহার করা।
তিনি আরও বলেন, ভারত যেকোনো পরিস্থিতি ও চ্যালেঞ্জ মোকাবিলা করার মতো সক্ষমতা রাখে। তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই তাদের অগ্রাধিকার।
শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আসার পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা টানাপোড়েনে রয়েছে। সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগও দুই দেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাবকে আরও দৃশ্যমান করেছে।
সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেছেন ড. ইউনূস। পাকিস্তান ও তুরস্ক-এই দুই দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই ঠান্ডা। ফলে এই সাক্ষাৎ ভারতীয় নীতিনির্ধারকদের নজরে এসেছে।
রাজনাথ সিং সাক্ষাৎকারে বলেন, ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে জাতীয় স্বার্থের প্রশ্নে ভারত কখনও পিছিয়ে থাকবে না।