সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
নিউইয়র্কের প্রথম মুসলিম ও সর্বকনিষ্ঠ মেয়র জোহরান মামদানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:১৩ AM
যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। ৩৪ বছর বয়সী এই রাজনীতিক শহরটির ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হলেন। একইসঙ্গে তিনি গত এক শতাব্দীর মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র।

ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পরিচয়ে নির্বাচনে অংশ নেওয়া মামদানি পরাজিত করেছেন নিউইয়র্কের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে। বিবিসি ও সিএনএন জানিয়েছে, ভোটগ্রহণ চলে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। আগাম ভোট দেন প্রায় সাত লাখ ৩৫ হাজার বাসিন্দা, যা ২০২১ সালের নির্বাচনের তুলনায় চার গুণ বেশি।

নির্বাচনের শেষ মুহূর্তে নাটকীয়তা তৈরি হয়, যখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ দলের প্রার্থীকে উপেক্ষা করে কুওমোকে সমর্থন দেন। ট্রাম্প বলেন, আপনাদের কুওমোকেই ভোট দিতে হবে। জবাবে মামদানি মন্তব্য করেন, “কুওমো নিউইয়র্কের নয়, ট্রাম্প প্রশাসনের মেয়র হবেন।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, মামদানি জিতলে নিউইয়র্কের তহবিল বন্ধ করে দেবেন। তবে মামদানি জানান, এসব হুমকিতে তিনি পিছিয়ে যাবেন না। স্বল্প আয়ের মানুষ ও অভিবাসীদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

মামদানি ইতিমধ্যেই এক্সে পোস্ট করা ভিডিওতে জানান, তাঁর পরবর্তী গন্তব্য সিটি হল। সমর্থকদের উচ্ছ্বাসে এখন উৎসবের আমেজ নিউইয়র্ক জুড়ে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত