গাজীপুর মহানগর কৃষকদলের উদ্যোগে এক হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে গাজীপুর মহানগরের ইসলামপুর বটতলা ঈদগাহ মাঠে আয়োজিত কৃষক সমাবেশ ওই বীজ বিতরণ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি।
কৃষক সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি আনম খলিলুর রহমান ইব্রাহিম, বিএনপি নেতা আহমদ আলী রুশদি, অ্যাডভোকেট শহিদ উজ্জামান, সাইফুল ইসলাম সরকার বাবুল, সুরুজ আহমেদ, এএইচএম সিরাজুল হক, শওকত হোসেন বাবু, কৃষক দল নেতা বদিউজ্জামান বাবুল, তাজুল ইসলাম মিল্টন প্রমুখ।
অনুষ্ঠানে প্রান্তিক পর্যায়ের ১০০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের ব্রি-ধান বিতরণ করা হয়।