সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
হাজারও মোটরসাইকেল নিয়ে উপজেলা বিএনপি নেতার শোভাযাত্রা
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৬:৩৬ PM
কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও প্রায়ত এমপি মজিবুর রহমান মঞ্জুর তনয় মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মামুন আজ শনিবার বিকাল ৩ টায় পৌর শহরের মোরগমহল হতে হাজারো মটর সাইকেল নিয়ে শোভাযাত্রা করেন। পরে বাজিতপুর বিভিন্ন পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশও করেন। 

তিনি বলেন, গত ১৫ বছর ফ্যাসীবাদ সরকার বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গুম, হত্যাসহ বিভিন্ন অনিয়ম করেছে বলে তিনি বিভিন্ন সভায় উল্লেখ করেন। পরে বিকেল ৫টার দিকে নিকলী সদর, জারুইতলা, দামপাড়া, সিংপুরসহ বিভিন্ন ইউনিয়নে হোন্ডা শোভাযাত্রা নিয়ে জনগণের কাছে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের জন্য জনগণের কাছে উপস্থাপন করেন। 

নিকলী সদরে এক সংক্ষিপ্ত সমাবেশে মোস্তাফিজুর রহমান মামুন বলেন, আগামী বছরে ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দল যাকে মনোনয়ন দেবে তার পাশে নির্বাচনে কাছ করবেন বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, তিনিও এ সংসদীয় আসনের একজন মনোনয়ন প্রার্থী। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত