সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
আয়নাঘর সৃষ্টি করে হাজারও নেতাকর্মীকে হত্যা করা হয়: খায়ের ভূঁইয়া
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৭:২৮ PM
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ আয়না ঘর সৃষ্টি করে মাটির নিচে আমাদের হাজার-হাজার নেতাকর্মীকে গুম-খুনের পর হত্যা করে। বিএনপি নেতা ইলিয়াস আলীর খবর আজ পর্যন্ত আমরা পায়নি। তিনি একজন নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। বিএনপির লক্ষলক্ষ নেতাকর্মী ক্ষতিগ্রস্থ হয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি রাজপথে আছে।

শনিবার (৮ নভেম্বর) সদর উপজেলার দালাল বাজার ডিগ্রি কলেজ মাঠে বিএনপির আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ যোগাযোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে খায়ের ভূঁইয়া এ মন্তব্য করেন।

এসময় খায়ের ভূঁইয়া বলেন, একটি বিশেষ মহল নির্বাচনকে বানচাল করার জন্য উঠেপড়ে লেগেছে। আন্দোলন সংগ্রামের ফসল এবং শহীদের রক্তের সঙ্গে বিভিন্ন কৌশলে বেইমানি করছে। জনগণকে দেওয়া ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করার পায়তারা করছে মহলটি। যতই ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে, লাভ নেই। কারণ জনগণ আমাদের সঙ্গে আছে। এদেশের প্রত্যেক মা-বোন ও ভোটাররা অপেক্ষায় আছে ভোটকেন্দ্র যাওয়ার জন্য। এ নির্বাচনের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি।

জামায়াতের সমালোচনা করে বিএনপির শীর্ষ নেতা খায়ের ভূঁইয়া বলেন, ঢাকাতে সংবাদ সম্মেলন করে এক কথা বলে। গ্রামগঞ্জে মোটরসাইকেলের শোডাউন দিয়ে আতঙ্ক সৃষ্টি করে। যার ফলে জনমনে ভয়ভীতি সৃষ্টি হয়।

আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপিসহ প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি সৈয়দ রশীদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত