সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন দেশের ১০ সাঁতারু
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৮:০১ PM
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন দেশের ১০জন  সাঁতারু। এই অভিযানে অংশ নিয়েছিলেন ১৮ বছর বয়সী যুবকসহ ১০ সদস্যের সাঁতারু টিম। তাদের মধ্যে ১০জনই এর আগে বাংলা চ্যানেল পাড়িসহ বিভিন্ন সাঁতার অভিযানে অংশ নিয়েছিলেন। 

শনিবার বেলা ১১টায় দেশের দক্ষিণ-সীমান্ত পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটের উত্তর পাশ থেকে এ সাঁতার প্রতিযোগীতার শুরু করেন প্রতিযোগীরা।

বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস) এর আয়োজনে মগনাামা জেটিঘাট থেকে সাতাঁর শুরু করে ১ ঘন্টার মধ্যে কয়েকজন সাতাঁরো এই চ্যানেল পাড়ি দিয়ে পৌঁছে যান কুতুবদিয়া বড়ঘোপ জেটিঘাটে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৯ জন সাঁতারুকে পেছনে ফেলে ১ ঘন্টা চার মিনিটে খরস্রোতা এই চ্যানেল পাড়ি দিয়ে প্রথম স্থান অধিকার করেন ১৮ বছর বয়সী সাঁতারো রাব্বী রহমান।

এক ঘন্টা ৬মিনিট সাঁতার কেটে দ্বিতীয় হন নাজমুল হক। ১ ঘন্টা ৭ মিনিটে কুতুবদিয়া পৌছেঁ তৃতীয় হন সাতাঁরো ফেরদৌস আলম।

চ্যালেঞ্জিং এই প্রতিযোগিতা শুধু একটি ক্রীড়া ইভেন্ট নয়, বরং সাঁতারের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রয়াস এবং পানিতে ডুবে মৃত্যুহার কমানো, মানুষের মধ্যে সাঁতারের প্রতি আগ্রহ বাড়ানো, পানিদূষণ রোধে সচেতনতা সৃষ্টি করা এবং নদীভিত্তিক পর্যটনকে উৎসাহিত করই মুল উদ্দেশ্য বলে জানান বোয়াস।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত